সাতক্ষীরায় অপহরণচেষ্টার দায়ে যাবজ্জীবন

সাতক্ষীরায় স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 10:18 AM
Updated : 16 May 2018, 10:18 AM

সাতক্ষীরা নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার বুধবার ১০ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত আব্দুস সোবহান ঢালী (২৭) জেলার শ্যামনগর উপজেলার চালতেঘাটার আব্দুর রহমান ঢালীর ছেলে।

সোবহান পলাতক রয়েছেন।

সাতক্ষীরার জজ আদালতের পিপি জহুরুল হায়দার বাবু মামলার নথির বরাতে বলেন, ২০০৮ সালের ৪ নভেম্বর সাতক্ষীরা পৌরসভার বাকাল বারুইপাড়ার এক স্কুলছাত্রীকে প্রাইভেট কারে করে অপহরণের চেষ্টা করেন সোবহান। ছাত্রীর চিৎকার শুনে এলাকাবাসী গতিরোধ করে তাকে উদ্ধার করে। তবে সোবহান পালিয়ে যান। এ ঘটনায় ছাত্রীর বাবা অপহরণ মামলা দায়ের করেন।

পিপি জহুরুল বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে বলেও আদালত আদেশ দিয়েছে।