প্রথম নির্বাচনে ভোট চলছে চাঁদপুরের দ্বাদশ গ্রাম ইউনিয়নে

প্রথম নির্বাচনে বিশেষ উদ্দীপনায় ভোট দিচ্ছেন চাঁদপুরের নবগঠিত দ্বাদশগ্রাম ইউনিয়নবাসী।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2018, 07:12 AM
Updated : 15 May 2018, 07:12 AM

মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তা নয়নমনি সূত্রধর জানান, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও, বাকিলা ও কালচো এই তিন ইউনিয়নের কয়েকটি করে ওয়ার্ড নিয়ে ২০১৪ সালে এ ইউনিয়ন গঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা নয়নমনি সূত্রধর হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা।

গেজে প্রকাশের পর থেকে তিনি এই নবগঠিত ইউনিয়নটিতে প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

নয়নমনি বলেন, এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে নয়জন ও সাধারণ সদস্য পদে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে ৯ হাজার ৯১৬ জন ভোটারের মধ্যে পুরুষ ৪ হাজার ৯২৬ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা নূরুল আলম জানান, সুষ্ঠুভাবে ভোট নেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নয়টি কেন্দ্রে ৩২টি বুথে ভোট নেওয়া হচ্ছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন - আওয়ামী লীগের খোরশেদ আলম বকাউল, বিএনপির আনোয়ারুল ইসলাম বাবুল, স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আবদুর রব মিয়া খোকন (আনারস) ও মো. ওমর ফারুক (ঘোড়া)।

খোরশেদ বলেন, “প্রথমবারের মতো আমাদের ইউনিয়নে নির্বাচন হচ্ছে। নির্বাচন ঘিরে এলাকায় ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

“আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নৌকার বিজয় নিশ্চিত। জনগণ নৌকার প্রার্থীকে মূল্যায়ন করবে।”

বিএনপির আনোয়ারুল ইসলাম বাবুলও জয়ের ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকেই বিজয়ী করবে। ভোটাররা ধানের শীষের প্রার্থীকে মূল্যায়ন করবে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”

নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা নয়নমনি সূত্রধর।

ব্যালট পেপার, বাক্স বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচনে সহিংসতা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।