পুলিশের টহল গাড়ি থেকে অস্ত্র খোয়া, এএসআইসহ বরখাস্ত ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশের টহল গাড়ি থেকে অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় এক এএসআইসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2018, 02:23 PM
Updated : 14 May 2018, 02:23 PM

সোমবার ভোরে দাপা ইদ্রাকপুর এলাকায় গাড়ি থেকে একটি রাইফেল খোয়া যায় বলে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান।

বরখাস্তরা হলেন এএসআই সুমন কুমার পাল, কনস্টেবল সোহেল রানা, আরিফ ও মাসুদ।এরা সবাই নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত।

ওসি মঞ্জুর কাদের বলেন, রাতে ওই এলাকায় টহল দেন এএসআই সুমন ও কনস্টেবল সোহেল রানাসহ অন্যরা।ভোর সাড়ে ৪টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে গাড়ি পার্কিং করে ঘুমিয়ে পড়ে তারা।

“এসময় কনস্টেবল সোহেল রানার হেফাজতে থাকা একটি চাইনিজ রাইফেল খোয়া যায়।পরে পাশের একটি ডোবায় তল্লাশি চালিয়ে রাইফেলটি পাওয়া যায়।”

এই ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পুলিশ সুপার তাদেরকে সাময়িক বরখাস্ত করেন বলে জানান তিনি।