শ্রমিক ধর্মঘটে বড়পুকুরিয়ায় দ্বিতীয় দিনের মত কয়লা উত্তোলন বন্ধ

অস্থায়ী শ্রমিকদের নিয়োগ স্থায়ীকরণ, বকেয়া বেতন-ভাতা প্রদান ও প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2018, 12:56 PM
Updated : 14 May 2018, 12:57 PM

সোমবার শ্রমিক-কর্মচারীরা দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করায় খনির কয়লা উত্তোলন বন্ধ হয়ে গেছে।

এ কয়লা দিয়েই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট পরিচালিত হলেও কর্তৃপক্ষ বলছে, শ্রমিক কর্মবিরতিতে কয়লা সরবরাহে কোনো সমস্যা হবে না।

রোববার সকাল ৬টা থেকে খনির এক হাজার ৪১ জন বাংলাদেশি শ্রমিক এই কর্মবিরতি শুরু করে গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারীর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, খনি কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাবে।

শ্রমিক কর্মবিরতিতে কয়লা উত্তোলন বন্ধের কথা স্বীকার করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মবিরতির কারণে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহে আপতত কোনো সমস্যা হবে না।

বর্তমানে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টনের বেশি কয়লা মজুদ রয়েছে বলে তিনি জানান। 

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে চুক্তি অনুযায়ী সকল শ্রমিকদের নিয়োগ, প্রতি বছর শতকরা ৪০ শতাংশ দক্ষ শ্রমিক নিয়োগ, শ্রমিকদের গ্রাচুইটি দেওয়া, আন্ডারগ্রাউন্ড শ্রমিকদের ৬ ঘণ্টা ডিউটি, ক্ষতিগ্রস্ত ২০টি গ্রামের বাড়ি-ঘরের দ্রুত স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্ত এলাকার প্রত্যেক পরিবার থেকে খনিতে চাকরি দেওয়া।