সীমান্তের ওপারে ৩ বাংলাদেশি আটক

অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তের ওপার থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2018, 09:16 AM
Updated : 13 May 2018, 09:16 AM

রোববার ভোরের দিকে উপজেলার পাড়িয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন জানান।

এরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার তারানজুবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম (২৬), হরিণমারি নয়াবস্তি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) ও তারানজুবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (২৭)।

বিজিবি কর্মকর্তা মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাড়িয়া সীমান্তের ৩৮৬/এস পিলার এলাকা দিয়ে ভারতের কাটা তারের বেড়া কেটে প্রবেশ করে এই তিনজন।

এসময় ভারতের উত্তর দিনাজপুরের ১৭১ সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে বলে জানান তিনি।

আটকদের ফেরত চেয়ে পতাকা বৈঠক আহ্বান করে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।