নিজেদের বাসেই আগুন দিল যাত্রীরা

সহকর্মীকে চাপা দেওয়ায় ঢাকার আশুলিয়ায় একটি বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2018, 05:25 PM
Updated : 12 May 2018, 05:27 PM

শনিবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার নতুন ডিইপিজেড ফটকের সামনে এই ঘটনা ঘটে।

আহত দম্পতিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, নতুন ইপিজেড থেকে রিং সাইন নামে একটি পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস বের হওয়ার মুখে একই কারখানার সাইকেল আরোহী শ্রমিক দম্পতিতে ধাক্কা দেয়।

“এ সময় তারা সড়কে পড়ে গিয়ে আহত হলে বাসের ভিতরে থাকা শ্রমিকরা নেমে ওই বাসেই ভাংচুর ও অগ্নিসংযোগ করে।”

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে করে। ঘটনার পরপরই শ্রমিকরা চলে যায় বলে জানান ওসি।