বেনাপোলে ফিটকিরির ঘোষণা দিয়ে কাপড় এনে ধরা

ফিটকিরির ঘোষণা দিয়ে কাপড় ও কসমেটিক্স আমদানি করায় একটি  ভারতীয় ট্রাক আটক করেছে বেনাপোল শুল্ক ভবন কর্তৃপক্ষ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2018, 10:22 AM
Updated : 12 May 2018, 10:22 AM

বেনাপোল শুল্ক দপ্তরের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, ঢাকার ফারদিন ট্রেড ইন্টান্যাশনাল ১৫ মেট্রিকটন ফিটকিরি আমদানির ঘোষণা দিয়ে ভারত থেকে উন্নতমানের শাড়ি ও থ্রিপিস এনেছে।

ট্রাকটি বৃহস্পতিবার রাতে বন্দরের ৩৪ নম্বর শেডে প্রবেশ করে জানিয়ে তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পর শুক্রবার সকালে কমিশনার মো. বেলাল হোসাইন চৌধুরী বন্দরের ৩৪ নম্বর শেডে অভিযান  চালিয়ে এসব পণ্যসহ ভারতীয় একটি ট্রাক জব্দ করেন।

“মিথ্যা ঘোষণা দিয়ে তারা প্রায় ৬৪ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। ট্রাকে ২৭৮০টি উন্নতমানের বিয়ের শাড়ি, ৪২০ কেজি সিনথেটিক কাপড় ও ৬৭০ কেজি কসমেটিক্স পাওয়া গেছে। এর বাজার দর প্রায় দেড় কোটি টাকা।”