সুনামগঞ্জে কারারক্ষীর ঝুলন্ত মরহেদ উদ্ধার

সুনামগঞ্জ জেলা কারাগারের এক কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 05:47 PM
Updated : 11 May 2018, 05:47 PM

শুক্রবার বিকালে জেল কোয়ার্টার থেকে এ মরহেদ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মো. শহিদুল্লাহ জানান।

মৃত ধৈর্য দাস (২৪) সিলেটের জৈন্তাপুর উপজেলার গিলাতলি গ্রামের দিপেন্দ্র দাসের ছেলে।

ওসি শহিদুল্লাহ জানান, কারাগারের পার্শ্ববর্তী জেল কোয়ার্টারের একটি তিন তলা ভবনের নিচ তলায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন কারারক্ষী ধৈর্য দাস।

“শুক্রবার বিকালে পাশের আরেকটি কোয়ার্টারের লোকজন দেখতে পান ঘরের ছাদে ওড়না দিয়ে ঝুলছে তার দেহ। পরে কারাগারের লোকজন পুলিশকে খবর দেন।”

পুলিশ মরহেদ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে বলতে পারব। তার শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি।” 

জেল সুপার একে আজাদ বলেন, ধৈর্য মাস দেড়েক আগে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে ১০ এপ্রিল সাজেদা ইয়াসমিন নামে সুনামগঞ্জ কারাগারে কর্মরত আরেক কারারক্ষীকে বিয়ে করেন। কোয়ার্টারেই তারা সংসার করছিলেন।

“তবে তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল কি না তা কেউ বলতে পারেনি। বিয়ের পর তার নাম হয় আমজাদ হোসেন। তবে দাপ্তরিকভাবে নাম পরিবর্তন করেননি।”

তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা সুপার আজাদ।