‘বাংলাদেশ আমাদের সকলের’

বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হলেও ভারত হিন্দুদের বন্ধু নয় বলে মনে করেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 02:59 PM
Updated : 11 May 2018, 02:59 PM

শুক্রবার নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।

তাপস কুমার বলেন, “ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র; তাই বলে হিন্দুদের বন্ধু নয়। আজ পর্যন্ত আমরা বাংলাদেশের হিন্দুরা যত বিপদে পড়েছি ভারত একবারও আমাদের পাশে দাড়াঁয়নি।

“বাংলাদেশ আমাদের সকলের। এই দেশে জন্মেছি এই দেশেই মরব। এই দেশ স্বাধীন করতে আমাদের সম্প্রদায়ের অনেক ভাইবোন রক্ত দিয়েছে।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশে প্রত্যেক ধর্মের মানুষের সমঅধিকার দিয়ে গেছেন উল্লেখ করে তাপস বলেন, তারই ধারবাহিকতায় তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী  শেখ হাসিনা একইভাবে দেশের প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।

নীলফামারী জেরা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দ্রনাথ রায়।

জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়ের সঞ্চালনায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত দ্বি- বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মন্ডল সুমন, প্রচার সম্পাদক সাগর হালদার, নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ বর্ধন বাপী,  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি গোড়া চাঁদ অধিকারী, সাধারণ সম্পাদক খোকা রাম রায় প্রমুখ।

রমেন্দ্র নাথ বর্ধন জানান, বেলা ১২টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।