নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে ‘ছিনতাইকারী’ নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন; যাকে ছিনতাইকারী বলছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2018, 06:58 AM
Updated : 9 May 2018, 07:08 AM

র‌্যাব-১ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাসেম জানান, বুধবার ভোরে উপজেলার পূর্বাচল ৯ নম্বর সেক্টরে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতের বয়স ২২ বছর বলে ধারণা করলেও তার নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা সারোয়ার বলেন, উপজেলার পূর্বাচলে এলাকায় প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। ভোরে র‌্যাব সদস্যরা গাড়িতে করে ওই এলাকায় টহল দেওয়ার সময় ছিনতাইকারীরা তাদের দিকে গুলি ছোড়ে।র‌্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে ছিনতাইকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান সারোয়ার।

ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি বিদেশী পিস্তল উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব।