ত্রিপুরা বিদ্যুৎকেন্দ্রের ১৭০০ টন পাইপ নিয়ে আশুগঞ্জে ভারতীয় জাহাজ

ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ১৭৩১ টন স্টীল পাইপ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৌঁছেছে ভারতীয় একটি জাহাজ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2018, 10:10 AM
Updated : 8 May 2018, 10:10 AM

‘এমভি মহাদেব’ নামে জাহাজটি সোমবার রাতে আশুগঞ্জ নৌবন্দরের জলসীমানার মেঘনা নদীতে এসে পৌঁছে বলে বিআইডব্লিউটিএ এর আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান।

১৯৭২ সালের নৌ প্রটোকোল চুক্তির ট্রান্সশিপমেন্টের আওতায় জলপথ ও স্থলপথ ব্যবহার করে এই স্টিলপাইপ নিচ্ছে ভারত। এই চুক্তির আওতায় এর আগে ভারত প্রথমে পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারি যন্ত্রাংশ ও পরে কয়েক দফায় ফ্লায়েস, রড, স্টিল সিট ও চাল পরিবহন করে।

কাস্টমসসহ সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার সকাল থেকে এ পাইপ আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরার আগরতলা যাওয়ার কথা রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএর এ কর্মকর্তা।

তিনি বলেন, ভারতের পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ১৭৩১ টন স্টিল পাইপ নিয়ে ভারতের ‘এমভি মহাদেব’ নামে জাহাজটি কোলকাতার ক্ষিদিরপুর নৌবন্দর থেকে ছেড়ে এসে আশুগঞ্জ নৌবন্দরের কাছে মেঘনা নদীতে নোঙর করেছে।

এই পাইপ পরিবহনে বাংলাদেশ প্রতি টনে ১৯২ টাকা করে পাবে বলে জানান আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক শাহ আলম।