কিশোরগঞ্জে গাঁজা বেচার অপরাধে বাবা-ছেলেকে সাজা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গাঁজা বিক্রির অপরাধে বাবা-ছেলেকে আর সেবনের দায়ে দুই ভাইসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 06:12 PM
Updated : 7 May 2018, 06:12 PM

র‌্যাব ১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে রোববার রাতে র‌্যাবের একটি দল ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় আসাদল্লাহ মিয়ার (৬০) দোকানে অভিযান চালায়। এ সময় বেশ কিছু গাঁজার পুরিয়াসহ আসাদুল্লাহ ও তার ছেলে রহমত উল্লাহকে (১৯) আটক করা হয়। একই সময় অন্য এক অভিযানে ভৈরব পৌর বাস টার্মিনালের ভেতরে বসে গাঁজা সেবনের সময় ওই এলাকার আক্তারুজ্জামান (২৯), তার ছোট ভাই আশিকুজ্জামান লেলিন (২৫) ও মানিক মিয়া (২৯) নামে একজনকে আটক করে র‌্যাব। এ সময় গাঁজাসহ সেবনের সরঞ্জামও জব্দ করা হয়।

তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় জানিয়ে র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন আসাদুল্লাহকে ছয় মাস ও তার ছেলে রহমত উল্লাহকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আর গাঁজা সেবনের দায়ে আক্তারুজ্জামান, আশিকুজ্জামান ও মানিক মিয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি।

তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।