১৪ লাখ ইয়াবা ফেলে পালিয়ে গেল ট্রলার

কক্সবাজারের সেন্টমার্টিন এলাকায় সাগরে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 05:58 PM
Updated : 7 May 2018, 05:59 PM

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সুভাশীষ দাশ জানান, সোমবার রাত ৮টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে সাগরে এ অভিযান চালানো হয়।

তবে এ সময় তারা কাউকে আটক করতে পারেননি।

কোস্টগার্ড কর্মকর্তা সুভাশীষ বলেন, মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার বড় একটি চালান আসার খবর পেয়ে তাদের একটি দল অভিযান চালায়।

“সন্দেহজনক একটি ট্রলারকে থামার নির্দেশ এর লোকজন পলিথিন মোড়ানো একটি বস্তা সাগরে ফেলে দ্রুত পালিয়ে যায়। ধাওয়া দিলেও তারা মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। তাদের ফেলে দেওয়া বস্তায় ১৪ লাখ ইয়াবা পাওয়া গেছে।”

ইয়াবাগুলো কোস্টগার্ড টেকনাফ স্টেশন দপ্তরে রাখা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা সুভাশীষ।