টঙ্গীতে নাশকতার অভিযোগে বিএনপির ৩০০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত ঘোষণার পর টঙ্গীতে রাস্তায় প্রতিবন্ধকতা, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 03:04 PM
Updated : 7 May 2018, 03:04 PM

এসআই আল আমিন বাদী হয়ে রোববার রাতে মামলাটি করেন বলে টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইয়্যেদুল আলম বাবুল, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইজাদুর রহমানসহ ১০৩ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ, উচ্চ আদালতের আদেশে রোববার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়ার পর বিকালে টঙ্গী চেরাগআলীর পাইলট মার্কেটের পাশে স্টার ওভেন রেস্তোরাঁর সামনের রাস্তায় বিএনপি ও জামায়াতের কর্মীরা জননিরাপত্তা বিপন্ন, নাশকতা সৃষ্টি করে।

এ সময় তারা রাস্তায় গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।

মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।