কর্মসৃজনের শ্রমিক দিয়ে ধান কাটালেন ইউপি সদস্য

কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের দিয়ে ব্যক্তিগত ক্ষেতের ধান কাটিয়েছেন গাইবান্ধার বরিশাল ইউনিয়ন পরিষদ সদস্য এমদাদুল হক।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 02:27 PM
Updated : 7 May 2018, 02:27 PM

পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন (ত্রাণ) কর্মকর্তা শাহীনুর আলম জানান, এমদাদুল হকের বিরুদ্ধে তারা ঘটনার সত্যতা পেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

এ বিষয়ে এমদাদুল হক সাংবাদিকদের বলেন, “নিউজ করেন। আমার কিছুই করতে পারবেন না। কারণ আমরা অফিসের সঙ্গে যোগাযোগ করেই সব কাজ করি।”

এ ঘটনার পর চলতি বোরো মৌসুমে পলাশবাড়ী উপজেলায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির সব কর্মকাণ্ড রোববার থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে জানিয়ে প্রকল্প কর্মকর্তা শাহীনুর বলেন, “আর যে ১৪ শ্রমিক দিয়ে এমদাদুল নিজের ধান কাটিয়েছেন তাদের ওই দিন অনুপস্থিত দেখানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”