গাজীপুরে ৪৫ গাঁজাসেবীর কারাদণ্ড

গাজীপুরের গাঁজা সেবন ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে এক বাড়ি থেকে ৪৫ জনকে গ্রেপ্তারের পর কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 01:58 PM
Updated : 7 May 2018, 01:58 PM

সোমবার র‌্যাব-১ এক বিজ্ঞপ্তিতে জানায়, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইলের পদ্মা কারখানার গেইট এলাকায় আক্তারুজ্জামানের পরিত্যক্ত ঘর থেকে রোববার রাতে তাদের আটক করা হয়।

গোপন খবরে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ৪৫ জনকে মাদকসেবীকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুদ্দোহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

দ্ণ্ডপ্রাপ্তরা হলেন, শহীদুল ইসলাম, রিপন, শহীদুল, জুয়েল, রাকিব, ওয়াদুদ, রণি, মোবারক, মানিক সরকার, আমিনুর, ওয়াশিম, সাইদুল ইসলাম, মহাদেব, জিয়া, মতিয়ার, মিঠুন চন্দ্র, রিপন, বায়েজীদ, ওলি, জাহিদ, ওমর সানি, মাইকেল, লাবলু, মনির, তারেক মিয়া, সোহাগ, মনিরুজ্জামান মিলন, সঞ্জিত, সাইদুল ইসলাম, মো. ওফিজ, জাহাঙ্গীর, কালু, নজরুল, আজমান, জসিম, আতাউর, মামুন, জুয়েল, রুবেল, মো. হাবিবুর রহমান, নুরুজ্জামান, সাইফুল, চঞ্চল, সোহাগ ও আনিছুর রহমান।