বগুড়ায় পুলিশের সামনে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়িতে পুলিশের সামনে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 12:02 PM
Updated : 7 May 2018, 12:02 PM

সোমবার দুপুর ২টার দিকে ফুলবাড়ি দক্ষিণপাড়ায় আবুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আমবার হোসেন জানান।

নিহত রুবেল (২৭) ফুলবাড়ি দক্ষিণ পাড়ার সঞ্জু মিয়ার ছেলে।

রুবেলকে সন্ত্রাসী ও ছিনতাইকারী দাবি করে তিনি জানান, এসব মামলায় তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তবে রুবেলের মা ঝর্না বেগমের দাবি তার ছেলে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সোর্স হিসেবে কাজ করত। পুলিশকে তথ্য দেওয়ার কারণে এলাকার মাদক বিক্রেতারা তার উপর ক্ষুদ্ধ ছিল।

তিনি বলেন, “এ কারণে বেশ কিছুদিন ধরে রুবেল বাড়িতে থাকত না। সোমবার দুপুরে জাতীয় পরিচয় পত্র নেওয়ার জন্য বাড়িতে আসে। এ খবর জানতে পেরে বাড়িতে এসে ভাংচুর করে তাকে ধরে নিয়ে আবুলের দোকানের সামনে মারধর শুরু করে।

“খবর পেয়ে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম পুলিশ নিয়ে সেখানে আসলেও তারা রুবেলকে উদ্ধার করেনি।”

পরে বগুড়া সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তার ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে বলে জানান ঝর্না বেগম।

তবে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, রুবেল সন্ত্রাসী ও ছিনতাইকারী। স্থানীয়রা তাকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।