গোপালগঞ্জে ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত

গোপালগঞ্জে সদর উপজেলায় ধান বোঝাই একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। 

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 03:47 AM
Updated : 7 May 2018, 05:20 AM

সোমবার সকালে উপজেলার পাথালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই ধানকাটা শ্রমিক বলে বলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান।

নিহতরা হলেন- খুলনা জেলার বটিয়াঘাট উপজেলার নোয়ালতলা গ্রামের মো.ইউনুস শেখের ছেলে মাহামুদুল হাসান শেখ (৪০), একই উপজেলার তালগুনিয়া গ্রামের মিজানুর রহমান মজনু শেখের ছেলে মঈনুদ্দিন শেখ (৪২) ও একই গ্রামের ইউসুফ শেখের ছেলে মো.কামরুল ইসলাম শেখ (৪২)

আহত আটজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; বাকিদের পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের বাড়িও বটিয়াঘাট উপজেলায় বলে পুলিশ জানায়।

পরিদর্শক গোলাম ফারুক বলেন, কয়েকদিন আগে খুলনা থেকে ১০/১৫ শ্রমিক বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে ধান কাটতে যান। কাজ শেষে সেখান থেকে পারিশ্রমিকের ধান নিয়ে একটি ট্রাকে করে খুলনা ফিরছিলেন তারা।

“পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মাহামুদুল ও মাইনুদ্দিনের মৃত্যু হয়; আর হাসপাতালে নেওয়ার পর কামরুল মারা যান।”