কুমিল্লায় পাস বেড়েছে, তারপরও ফেলের কারণ খুঁজবে বোর্ড

গতবারের তুলনায় এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার বাড়লেও অকৃতকার‌্য শিক্ষার্থীর সংখ্যাও কম নয়।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 12:12 PM
Updated : 6 May 2018, 12:12 PM

ব্যবস্থা নেওয়ার পরও কেন এত শিক্ষার্থী ফেল করল, তার কারণ খুঁজে দেখার কথা বলেছেন কুমিল্লা বোর্ডের কর্মকর্তারা।

রোববার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে সংবাদ সম্মলনে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এসএসসির এ বছরের  ফলাফল ঘোষণা করেন।

এবছর এই বোর্ডে এসএসসিতে অংশ নেয় এক লাখ ৮২ হাজার ৭১১ জন। এর মধ্যে পাস  করেছে এক লাখ ৪৬ হাজার ৮৯৭ শিক্ষার্থী।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৮৬ হাজার ৩৭ জন ছেলে এবং ৮০ হাজার ৮৬০ জন মেয়ে।

গতবছর  এ বোর্ডে পাসের হার ছিল ৫৯.০৩ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন। এর মধ্যে মেয়ে তিন হাজার ৩৯ জন এবং ছেলে তিন হাজার ৪৮৬ জন।

গতবছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৫০ জন।

কুমিল্লা বোর্ডে এবার ফেল করেছে ৩৫ হাজার ৮১৪ জন শিক্ষার্থী।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম জানান, “আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভাল ফলাফলে জন্য মতবিনিময় সভা  করেছি।

“নির্বাচনী পরীক্ষায় কোনো অকৃতকার্য শিক্ষার্থীকে মূল পরীক্ষায় অংশগ্রহণ না করানোর নির্দেশনা ছিল। তবুও কেন এত ফেল করল বিষয়টি তদন্ত করে দেখা হবে।”