টিসিবির পণ্য বিক্রি করছেন না দিনাজপুরের ডিলাররা

আসন্ন রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য বিক্রি শুরু হলেও দাম বেশি অভিযোগ তুলে দিনাজপুরে ডিলাররা তা বিক্রি করছেন না ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 11:59 AM
Updated : 6 May 2018, 12:00 PM

রোববার থেকে সরকারি বিপণন সংস্থা টিসিবি সারা দেশে ভোজ্যতেল চিনি, ছোলা ও মসুর ডাল ও খেজুর খোলা বাজারে বিক্রি শুরু করলেও দিনাজপুরে মিলছে না টিসিবির পণ্য।

ডিলার কানাইলাল গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিসিবির বিক্রয় মূল্য প্রতি কেজি ছোলা ৭০ টাকা, চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা এবং সোয়াবিন তেল ৮৫ টাকা লিটার । আর বাজারে প্রতি কেজি ছোলা ৬০ টাকা, চিনি ৫৪ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং সোয়াবিন তেল লিটার ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

“টিসিবি কর্তৃপক্ষ পাঁচটি পণ্য আমাদের প্যাকেজ হিসাবে বিক্রির জন্য দিলেও ক্রেতারা তেল ছাড়া অন্য পণ্য নিতে চায় না। কারণ তেল ছাড়া অন্য পণ্যের বাজার মূল্য আরও কম।”

ক্রেতারা যেখানে কম মূল্যে পাবে সেখানেই যাবে উল্লেখ করে তিনি বলেন, “আবার দুই-চার টাকা কম হলেও ক্রেতা টিসিবির পণ্য নিতে চায় না। কারণ আমাদের কাছে নির্দিষ্ট পরিমাণের বাইরে পণ্য পাচ্ছে না।”

বাজারে তারা ভালো-মন্দ যাচাই করে ইচ্ছামত পরিমাণে নিতে পারে বলে মন্তব্য করেন এ ডিলার।