এসএসসি: দিনাজপুরে পাসে এগিয়ে ছাত্রীরা, জিপিএতে ছাত্ররা

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 11:01 AM
Updated : 6 May 2018, 11:01 AM

গত বছরের তুলানায় এবার পাসের হার কমেছে। গতবছর পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৮ শতাংশ।

তবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষারাথী বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৫৫ জন। গত বছর ছিল ৬ হাজার ৯২৯ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব আমিনুল হক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার এই বোর্ড থেকে এক লাখ ৮৬ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে থেকে পাস করেছে এক লাখ ৪৪ হাজার ৮৭৬ জন।

তিনি জানান, গত কয়েক বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। এই বোর্ডে ২০১৫ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৫০ শতাংশ, ২০১৬ সালে একটু বেড়ে ৮৯ দশমিক ৫৯ শতাংশ হলেও ২০১৭ সালে কমে ৮৩ দশমিক ৯৮ শতাংশ এবং এবছরে আরো কমে ৭৭ দশমিক ৬২ শতাংশে নেমে যায়।

গত বছরের মত এবারও পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ৫৪ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৮১ শতাংশ।

তবে জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা সামন্য এগিয়ে। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮০ জন ছাত্র, এক্ষেত্রে চাত্রীর সংখ্যা ৫ হাজার ৭৫ জন।

তবে সব বোর্ডের ফলাফলের বিবেচনায় এই বোর্ডে ফল বিপর্যয় হয়নি দাবি করে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, “এবার অভিন্ন প্রশ্নে পরীক্ষার কারণে মান সম্পন্ন ফল হয়েছে। এছাড়া প্রশিক্ষত শিক্ষকের অভাবে গণিতে অকৃতকার্য হয়েছে ১৯ হাজার পরীক্ষার্থী।