দিনাজপুরে রিকশা চাপা দিয়ে বাস দোকানে, নিহত ১

দিনাজপুর নিয়ন্ত্রণহীন একটি বাসের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন; বাসটি রাস্তার পাশের দোকানে ঢুকে আহত হয়েছেন আরও পাঁচজন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 06:34 AM
Updated : 6 May 2018, 08:04 AM

কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার বটতলী এলাকার দিনাজপুর-রংপুর মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশা চালক দিলুয়া ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

আহতদের মধ্যে একজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অবস্থা গুরুতর না হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ জানায়। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি রেদওয়ানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রীবাহী বাসটি পঞ্চগড় থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশা চালকের মৃত্যু হয়।”  

এর পরপরই বাসটি রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়লে চাপা পড়ে দোকানকারদারসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান এ পুলিশ করর্মকর্তা।   

তিনি বলেন, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে দিনাজপুর-রংপুর মহসড়কের ঘটনাস্থল অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এতে দিনাজপুরের সঙ্গে রংপুর ও পঞ্চগড় রুটে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।