গাজীপুরে আইইউটিতে ওআইসির মহাসচিব

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করেছেন ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমদ আল ওথাইমিন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2018, 12:45 PM
Updated : 4 May 2018, 12:58 PM

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ওআইসি মহাসচিব বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

আইইউটির অ্যাসিস্ট্যান্ট প্রটোকল অফিসার মো. নাহিদুল ইসলাম প্রধান জানান, ওআইসি মহাসচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ নেন ও  বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন দপ্তর, শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ওমর জাসহ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন; ছাত্রীদের জন্য নির্মাণাধীন ডরমিটরি ভবন ঘুরে দেখেন।

“বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আইইউটি অবকাঠামো নির্মাণসহ এর ভাবমূর্তি বৃদ্ধির জন্য যাবতীয় সহায়তা তার থাকবে। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রমজানের প্রথম দিনের ইফতারের জন্য মদিনার খেজুর ও জমজমের পানি পাঠানো হবে বলে জানান।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব একেএম মুনিরুল হক, পরিচালক (দক্ষিণ এশিয়া) মো. মনোয়ার হোসেন ও ওআইসির স্থায়ী পর্যবেক্ষক ইসমত জাহান এসময় তার সঙ্গে ছিলেন।

পরিদর্শন শেষে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বকুল ফুলের চারা রোপন করেন।