বজ্রপাতে প্রাণ গেল আরও আট জনের

জামালপুর, গাইবান্ধা,হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

জেলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2018, 11:40 AM
Updated : 4 May 2018, 06:06 PM

শুক্রবার ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ৫৭ জনের মৃত্যু হলো।

বুধবার সাতজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা।

জামালপুরে স্কুলছাত্রী নিহত

জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় বজ্রপাতে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

নিহত জান্নাত খাতুন (১২) শহরের বাগেরহাটা এলাকার জামিল হোসেনের মেয়ে। স্থানীয় একটি নৈশ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল সে।

শুক্রবার সকাল ১০টার দিকে ঝড় বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে আহত হয় জান্নাত।

জামালপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গাজী রফিক জানান, শিশুটিকে হাসপাতালে আনা হলেও আগেই তার মৃত্যু হয়েছে।।

হবিগঞ্জে নিহত ৩

হবিগঞ্জের চুনারুঘাট, বানিয়াচং ও বাহুবল উপজেলায় বজ্রপাতে নারীসহ তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছে।

নিহতরা হলেন বাহুবল উপজেলার উত্তর ভবানী গ্রামের সঞ্জব উল্লার ছেলে আবুল কালাম (৩৫), চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের তাউসী গ্রামের কাতার প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী হেনা বেগম (৩৪) ও বানিয়াচং উপজেলার মুড়ার আব্দা গ্রামের যতীন্দ্র দাসের ছেলে রনধীর দাস (৪৫)।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার দুপুরে ঝড়-বৃষ্টির সময় মুড়ারআব্দা হাওর থেকে ধান নিয়ে ফিরছিলেন রনধীর দাস। পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে একই সময়ে বাহুবল উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আহত হন ভবানী গ্রামের আবুল কালাম, সাদ মিয়া ও ওয়াজির উল্লা।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন বলে বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান।

চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের কাতার প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী হেনা বেগম খড় সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হেনা বেগমের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মিটামইনে মাদ্রাসা ছাত্র নিহত

কিশোরগঞ্জের মিটামইন উপজেলায় বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

নিহত শরিফুল ইসলাম (১৫) মিঠামইন সদর ইউনিয়নের মহিষারকান্দি গ্রামের মো. ওয়াসকরুনীর ছেলে। সে মহিষারকান্দি নিজামিয়া মাতলুবুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্র ছিল।

মিঠামইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফ কামাল জানান, দুপুরে মিটামইন ইউনিয়নের মহিষারকান্দি হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বলেন, শরিফুল তার বাবার সঙ্গে দক্ষিণের বড় হাওর থেকে ধান কেটে ইঞ্জিনচালিত ট্রলিতে করে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আড়াইহাজারে কলেজছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মৃত অনয় দেবনাথ (২০) উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার জয় দেবনাথের ছেলে। সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, দুপুরে বাড়ির পাশে ক্ষেত থেকে ধান নিয়ে ফেরার পথে বজ্রপাতে আহত হন অনয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গাইবান্ধায় কিশোরের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার হলদিয়া ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

নিহত রানা বাবু (১৭) ওই গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে।

স্বজনরা জানান, রানা সকালে বাড়ির আঙিনায় সাংসারিক কাজ করছিল। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদীতে কৃষকের মৃত্যু

নরসিংদীর মাধবদী থানার মৈষাদী গ্রামে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মাহবুবুর রহমান নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে মাধবদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, নিহত মাহবুবের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা থানার বড়িহাটি গ্রামে।

দুপুরে তারা কয়েকজন মাঠে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মাহবুব মারা যায়। তার মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।