মাদারীপুরে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত শতাধিক

মাদারীপুরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2018, 05:44 AM
Updated : 4 May 2018, 09:37 AM

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত তিন দিনে জেলা সদর হাসপাতালে ৬২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার আরও ৩২ জন ভর্তি হয়; যাদের বেশিরভাগই শিশু।

হাসপাতালের ব‌হি‌র্বিভা‌গের চিকিৎসক অখিল সরকার জানান, ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে শতাধিক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শিশু ও বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি।

এদিকে সরেজমিনে দেখা গেছে, প্রায় প্রতিদিনই ডায়রিয়ার রোগী জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন; ফলে হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। বিছানায় জায়গা না থাকায় অনেক রোগীকে মেঝেতে রাখা হয়েছে।  

ডায়রিয়ায় আক্রান্ত জারার বাবা নারায়ণ চন্দ্র বলেন, “বৃহস্পতিবার সকালে মেয়েকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু প্রচুর রোগী ভর্তি থাকায় প্রথমে হাসপাতালে কোনো বেড পাইনি।সন্ধ্যার দিকে একটা বেড খালি হলে মেয়েকে বেডে রেখে চিকিৎসা দেওয়া হয়।”

চিকিৎসক অখিল জানান, হাসপাতালে ভর্তি রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।