শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা, যুবক গ্রেপ্তার

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি চেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি ইয়াছিন ভুইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2018, 05:30 PM
Updated : 3 May 2018, 05:30 PM

বৃহস্পতিবার রাতে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঝালকাঠি সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

ইয়াছিন শহরের ডাক্তারপট্টি এলাকার প্রয়াত রশিদ ভুইয়ার ছেলে ।

মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ এপ্রিল দুপুরে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ঝালকাঠির ডিপো সুপার মাহাবুবুর রহমানের কাছে শিল্পমন্ত্রীর লোক পরিচয় দিয়ে দুই লাখ টাকা চাঁদা চায় ইয়াছিন।

“মোবাইল ফোনের অপর প্রান্তে কাউকে মন্ত্রী সাজিয়ে কথাও বলিয়ে দেয়। বিষয়টি সন্দেহ হলে ডিপো সুপারের পুলিশে খবর দিলে ইয়াছিন পালিয়ে যায়।”

এ ঘটনায় রাতেই মাহাবুবুর রহমান বাদী হয়ে ইয়াছিনসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করে প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন বলে জানান ওসি।

ঘটনার সময় ডিপোর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ইয়াছিনকে দুই পুলিশ সদস্যকে নিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।এ বিষয়ে প্রশ্ন উঠলে তাৎক্ষণিকভাবে বশির উদ্দিনকে নামের এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়।

এসআই বশির উদ্দিন ঝালকাঠি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ইয়াছিনকে শনিবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।