পানি বৃদ্ধি, পাকা ধান নিয়ে বিপাকে সিংড়ার কৃষক

হঠাৎ প্রবল বর্ষণে পানি বেড়ে যাওয়ায় মাঠের পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন নাটোরের বিভিন্ন এলাকার কৃষক।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2018, 12:38 PM
Updated : 3 May 2018, 12:39 PM

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, “কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের পানিতে আত্রাই ও নাগর নদের পানি অস্বাভাবিক বেড়ে গেছে।

“সংযোগ খাল হয়ে এই পানি চৌগ্রাম, তাজপুর ও ডাহিয়া ইউনিয়নের কয়েকটি পাকা ধানের বিলে ঢুকেছে। তাই ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।”

সারদানগর বাঁধ দিয়ে চলন বিলে পানি ঢুকে বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা।

এ ইউনিয়নের উত্তর দমদমা গ্রামের শমসের মিয়া বলেন, এ বছর তিনি ২৫ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন।

“হঠাৎ প্রবল বর্ষণ ও উজানের পানিতে ফসল ডুবে গেছে। অধিক মজুরি দিয়ে ধান কেটে নিতে হচ্ছে। তার পরও শ্রমিক পাওয়া যাচ্ছে না। আরও পানি বাড়লে, ধান তুলতে না পারলে আমার সর্বনাশ হয়ে যাবে।”

এ বছর সিংড়া উপজেলায় ৩৮ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে জানিয়ে কৃষি কর্মকর্তা সাজ্জাত বলেন, ইতোমধ্যে ৬৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। বাকি ৩৫ শতাংশের মধ্যে কিছুটা নিচু এলাকা হওয়ায় ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া ঝড় ও শীলাবৃষ্টিতে শুয়ে পড়া ‘প্রায় আড়াই হাজার হেক্টর’ জমির ধান বেশি ঝুঁকিতে রয়েছে।