নরসিংদীতে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলায় দিনে দুপুরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2018, 11:59 AM
Updated : 3 May 2018, 11:59 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হককে (৭০) গুলি করে হত্যা করা হয় বলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম জানান।

সিরাজুল হক রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। তাছাড়া তিনি বাঁশগাড়ি ইউনিয়নের সাত বারের নির্বাচিত চেয়ারম্যান।

রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী জানান, দুপুরে রায়পুরা উপজেলা পরিষদে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনার সভা শেষে নিজ বাড়ি বাঁশগাড়ি যাচ্ছিলেন সিরাজুল হক। পথে আলীনগর আড়াকান্দি এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুলি করে।

এ সময় আশপাশের লোকজন দৌড়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে স্বজনরা তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে ঢাকা নেওয়া পথে স্বজনরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান এ উপজেলা চেয়ারম্যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান বলেন, অতিরিক্তক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পুলিশ কর্মকর্তা শাহরিয়ার আলম বলেন, এলাকার আধিপত্য নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।