শার্শায় ফরমালিন মেশানো ২ হাজার কেজি আম ধ্বংস

ফরমালিন মেশানো অপরিপক্ব দুই হাজার কেজি আম ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে যশোরের শার্শা উপজেলার বাগুড়ি বাজার কমিটি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2018, 08:47 AM
Updated : 3 May 2018, 09:18 AM

কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন বলেন, “সাহেব আলী নামে এক আমের ব্যাপারি অপরিপক্ব আম সংগ্রহ করে বাগুড়ি বেলতলার আমবাজারে কারবাইড দিয়ে পাকানোর চেষ্টা করছিলেন।

“বুধবার রাতে তাকে হাতেনাতে ধরা হয়। পরে বাজার কমিটির নেতারা শালিস-বিচার করেন।”

স্থানীয় কায়বা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও বাজার কমিটির সভাপতি নাসির উদ্দীন বলেন, “স্থানীয় শালিস-বিচারে সাহেব আলী ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছেন।

“ফরমালিন ও কারবাইড মেশানো প্রায় দুই হাজার কেজি আম ধ্বংস করেছেন বাজার কমিটির সদস্যরা। তাছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছে বাজার কমিটি।”