বৃষ্টির মধ্যে ট্রাক-অটো সংঘর্ষ, ঝিনাইদহে নিহত ৫

ঝিনাইদহে প্রবল বর্ষণের মধ্যে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহ হয়েছেন আরও চারজন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2018, 09:23 AM
Updated : 2 May 2018, 11:42 AM

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কনক কুমার দাস জানান, বুধবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কাছে লাউদিয়ায় হতাহতের এ ঘটনা ঘটে।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহতদের মধ্যে তিনজন হলেন - অটোরিকশা চালক মাহবুব হোসেন (৪০), লাউদিয়া গ্রামের হাজেরা খাতুন (২৩) ও যাশোর সদর উপজেলার আসলাম হোসেন (৩৩)।

পুলিশ কর্মকর্তা কনক কুমার বলেন, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঝিনাইদহ শহর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি যশোর সড়ক দিয়ে যাচ্ছিল। লাউদিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয় আর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।

“দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর পর মারা যান আরও দু্ইজন।”

দুর্ঘটনার পরপরই ট্রাকের লোকজন পালিয়ে যায় জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদেরর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।