ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে ডাস্টবিনে নবজাতক

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2018, 06:50 AM
Updated : 2 May 2018, 06:50 AM

সদর হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ইকবাল হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক বাবু ওই নবজাককে উদ্ধার করেন।

শিশু ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

ইকবাল বলেন, “বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। তারপরও যেহেতু ডাস্টবিনে ছিল তাই জীবাণু ছড়িয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।”

অ্যাম্বুলেন্স চালক বাবু বলেন, রাতে হাসপাতালের লাশকাটা ঘরের সামনে শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যান তিনি। পরে সেখানে একটি ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

নবজাতকটি পুরোপুরি সুস্থ্ হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন জানান।