রুয়েটে ভাঙচুরের মামলায় ২ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার

বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2018, 01:29 PM
Updated : 30 April 2018, 01:29 PM

সোমবার দুপুরে রুয়েট সংলগ্ন নর্দার্নের মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন রুয়েট ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক রাকিব বারী প্রত্যয় এবং ছাত্রলীগ কর্মী আকাশ দাস। তারা দুজনই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ সিরিজের শিক্ষার্থী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নগরীর মতিহার থানার এসআই শাহাবুল ইসলাম বলেন, “মতিহার থানায় দায়ের করা মামলায় ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই রুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী।”

গত ৮ মার্চ মধ্যরাতে হামলায় রুয়েটের আট শিক্ষার্থী আহত হন। এ সময় হামিদ হলে ব্যাপক কক্ষ ভাঙচুর, ল্যাপটপ, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

কেন্দ্রীয় ছাত্রলীগ ওই রাতেই রুয়েট ছাত্রলীগের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়।

এ ঘটনায় গত ১০ মার্চ বিস্ফোরক, চুরি, ভাঙচুরের অভিযোগে রুয়েট ছাত্রলীগের সহসভাপতি আতাউর রহমান বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেন।