সিটি নির্বাচন: খুলনায় জাপা ও ইসলামী আন্দোলন প্রার্থীর ইশতেহার

নগরীর উন্নয়নকে প্রাধান্য দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের প্রার্থী মুজাম্মিল হক।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2018, 12:17 PM
Updated : 30 April 2018, 12:17 PM

সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন তারা।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুরের ১৫ দফা ইশতেহারের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা, পরিকল্পনা ও পরামর্শক কমিটি গঠন, করপোরেশন দুর্নীতি মুক্ত করা, মাদকমুক্ত নগরী গঠনের প্রতিশ্রুতি রয়েছে।

অপরদিকে নগরীতে ন্যায় বিচার ও নাগরিক সেবা প্রতিষ্ঠা, স্বাস্থ্য সেবার উন্নয়ন, সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নতুন শিল্পাঞ্চল গঠন, জননিরাপত্তা নিশ্চিত করণের প্রতিশ্রুতি রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুজাম্মিল হকের ২৫ দফা ইশতেহারের মধ্যে।

আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশনের ভোটগ্রহণের কথা রয়েছে।

নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ৩১টি ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।