নওগাঁয় হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2018, 11:51 AM
Updated : 30 April 2018, 11:52 AM

নওগাঁর অতিরিক্ত দায়রা জজ মজিবুর রহমান সোমবার চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সানাউল ইসলাম নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুর রহমান মামলার নথির বরাতে বলেন, ২০১৪ সালের ৩১ মে রাতে সানাউল ইসলাম তার স্ত্রী বিপাশাকে (২১) শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গলায় ওড়না পেঁচিয়ে ঘরের রুয়ার সঙ্গে ঝুঁলিয়ে রাখেন। ঘটনার পরদিন সানাউলের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বিপাশার মা মরিয়ম বেগম নিয়ামতপুর থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সানাউলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আইনজীবী সামসুর রহমান বলেন, ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সানাউলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মামুনুর রশিদ।