নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে প্রস্তুত জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সোমবার রাত ১২টায়। নদীতে মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছেন চাঁদপুরের জেলেরা।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2018, 11:28 AM
Updated : 30 April 2018, 11:29 AM

জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, জাটকা রক্ষা করে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরে পদ্মা-মেঘনার ৬০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সোমবার রাত ১২টায় এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, উপার্জন বন্ধ হওয়ায় সমস্যায় পড়লেও নিষেধাজ্ঞার সময় জেলেরা নৌকা ও জাল তৈরিতে ব্যস্ত সময় কাটিয়েছেন।

সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জেলে কালাম বলেন, “দুই মাস জাল ও নৌকা মেরামতে সময় কাটিয়েছি।

“তবে আয়রোজগার না থাকায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হয়েছে। সরকারি সহযোগিতা মোটেও যথেষ্ট না।”

বর্তমানে নিষেধাজ্ঞার সময় প্রত্যেক জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি করে চার মাস চাল দেওয়া হয়।

চাঁদপুরে ৪৫ হাজার ৯৭৮ জন জেলেকে এই সুবিধা দেওয়া হয় বলে মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান।

তিনি বলেন, গত বছর দেশে ২২ হাজার ৭০০ মেট্রিকটন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৩৫ হাজার ৪২৭ মেট্রিকটন উৎপাদন হয়।