ঝড়ে স্কুলের চাল ভেঙে ৫ শিক্ষার্থী আহত

কুষ্টিয়া শহরে ঝড়ে একটি স্কুলের চাল ভেঙে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2018, 10:47 AM
Updated : 30 April 2018, 10:47 AM

সোমবার সকালে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সময় শহরের লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের চাল ভেঙে পড়ে শিক্ষার্থীরা আহত হয় বলে জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান জানান।

স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, ঝড়ে বিদ্যালয়ের চাল ভেঙে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

তারা শঙ্কামুক্ত, শিগগিরই সুস্থ হয়ে উঠবে বলে জানান তিনি।

শিক্ষার্থীরা জানায়, স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা চলছে। পরীক্ষা শুরুর আগ মুহূর্তে ঝড় শুরু হলে চাল ভেঙে পড়ে।

জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ঝড়ে লাহিনী মাধ্যমিক বিদ্যালয় ভবনের টিনের চালা উড়ে গেছে। এই পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেবিষয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।