ঠাকুরগাঁওয়ে জমির বিরোধে প্রতিবেশী হত্যায় মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন বছর আগে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2018, 09:04 AM
Updated : 30 April 2018, 09:49 AM

সোমবার ঠাকুরগাঁও অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো.হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আজিম উদ্দিন (৫০) পীরগঞ্জ উপজেলার বীরহলী গ্রামের সলিম উদ্দিনের ছেলে।রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

প্রাণদণ্ডের পাশাপাশি বিচারক তাকে দশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় ছয়জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, বীরহলী গ্রামের আব্দুল খালেক নামে এক ব্যক্তি তার পৈত্রিক জমিতে বাড়ি নির্মাণ করেন। ২০১৫ সালের ৪ জুন সকালে আজিম উদ্দিনের নেতৃত্বে একদল লোক ওই জমি দখলের চেষ্টা করে।

এ সময় খালেকের ভাই আব্দুল মালেক তাদের বাধা দিলে আজিম ধারালো কুড়াল দিয়ে মালেকের মাথায় কুপিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মালেককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আব্দুল খালেক বাদী হয়ে আজিমসহ সাতজনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করলে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত শেষে ২০১৬ সালের ১ জুলাই পীরগঞ্জ থানার এসআই আবু বক্কর সিদ্দিক আসামির নামে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।