ভোলায় ঝড়ে ঘরচাপায় শিশু নিহত, বাড়ি-ঘর বিধ্বস্ত

ভোলার লালমোহন উপজেলায় ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে এক শিশু নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2018, 03:17 PM
Updated : 29 April 2018, 03:18 PM

রোববার বিকালে ধলীগৌরনগর ইউনিয়নের পূর্ব কুমারখালী এলাকায় এ ঝড়ে অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।  

নিহত রিহান (৫) লালমোহনের চরভূতার বড়ৈবাড়ির আনাছ উদ্দিনের ছেলে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পূর্ব কুমারখালী এলাকায় হঠাৎ টর্নেডোর আঘাতে কালু মাঝি বাড়ির সিরাজ মিয়ার ঘরের নিচে চাপা পড়ে আহত হয় রিহান, যে নানার বাড়ি বেড়াতে এসেছিল।

“স্থানীয়রা রিহানকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ সময় কালু সর্দারের ঘর, দ্বীনু মিয়ার ঘর, ইয়াছিনের ঘর, ছিদ্দিক মিয়ার ঘরসহ অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয় এবং ঘরের নিচে চাপা পড়ে অন্তত ১০ জন আহত হয় বলে ইউএনও জানান।

ইউএনও রুমি আরও বলেন, “আমি সরেজমিন পরির্দশন করেছি। টর্নেডোর তাণ্ডবে ঘর-বাড়ি উড়ে এক স্থান থেকে অন্যস্থানে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।”