সিটি নির্বাচন: খুলনায় জনতার মুখোমুখি ৫ মেয়র প্রার্থী

এক মঞ্চে ভোটারদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পাঁচ মেয়র পদপ্রার্থী।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2018, 10:39 AM
Updated : 28 April 2018, 10:40 AM

শনিবার খুলনার শহীদ হাদিস পার্কে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়ার প্রার্থীরা উপস্থিত ভোটারদে নানা প্রশ্নের উত্তর দেন।

সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পর উপস্থিত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।

এ সময় মঞ্চে উপস্থিত পাঁচ মেয়র প্রার্থীকে অঙ্গীকারপত্র পাঠ করানো হয়। এরপর শুরু হয় জনতার প্রশ্ন। 

আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজ্জাম্মিল হক, সিপিবির মিজানুর রহমান বাবু ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান নাগরকিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় তারা নগরীর উন্নয়ন ছাড়াও বিভিন্ন প্রতিশ্রুতি দেন।