ভোলায় আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকান

ভোলার প্রধান বাণিজ্যিক এলাকা শহরের মনিহারি পট্টিতে আগুন লেগে অর্ধশতাধিক দোকানপাট পুড়ে গেছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2018, 07:49 AM
Updated : 28 April 2018, 07:49 AM

জেলার পুলিশ সুপার মোকতার হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি জেলা প্রশাসক মাকসুদ আলম সিদ্দিক ও পুলিশ সুপার মোকতার হোসেনের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

পুড়ে যাওয়া এসব দোকানে গ্যাস সিলিন্ডার, তেলের ড্রাম, রং, সুতা, পলিথিন, স্টেশনারি দ্রব্য, ফলমূল, মুদিমাল বিক্রি হত।

ভোলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বি ট্রেডার্স নামের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“আগুনে ৬১ বা ৬২টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করা হচ্ছে।”