চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ যুবক আটক

চুয়াডাঙ্গায় সাতটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে, যাকে চোরাকারবারী বলছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2018, 12:06 PM
Updated : 27 April 2018, 12:06 PM

শুক্রবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কাঁঠালতলা এলাকায় এই অভিযান চালানো হয় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ইমাম হাসান জানান।

আটক শাহীন হোসেন (৩২) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মৃত আমির উদ্দীনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মো. ইমাম হাসান বলেন, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে সকালে জয়রামপুর গ্রামের কাঁঠালতলা এলাকায় প্রধান সড়কে তল্লাশি অভিযান চালায় বিজিবির একটি বিশেষ দল।

“এ সময় আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা নিউ মডার্ন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চোরাকারবারী শাহীন হোসনেকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।”

ইমাম হাসান আরও জানান, সাতটি বারের ওজন ৮১৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা এবং আটক শাহীনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

এর আগে গত বুধবার দামুড়হুদার সুলতানপুর সীমান্ত থেকে ৩৭ কেজি সোনার বার আটক করে বিজিবি।