সিটি নির্বাচন: গাজীপুরে আ.লীগ প্রার্থীর ক্যাম্প উচ্ছেদ

ফুটপাতের ওপর নির্মাণ করায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের একটি নির্বাচনী ক্যাম্প উচ্ছেদ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 03:46 PM
Updated : 26 April 2018, 03:47 PM

বৃহস্পতিবার টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতের ওপর স্থাপিত ক্যাম্পটি নির্বাচন কমিশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী উচ্ছেদ করে দেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিব উজ্জামান রেণু।

তিনি বলেন, কোনো অনুমতি না নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতে ওপর মিডিয়া সেলের নামে নির্বাচনী ক্যাম্প স্থাপন করে। এ কারণে ওইপথে পথচারীদের চলাচলে দুর্ভোগ হচ্ছিল।

“এ বিষয়ে তার এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লিখিত আবেদন পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তার নির্দেশে তদন্ত করা হয় এবং বৃহস্পতিবার বিকেলে তা উচ্ছেদ করা হয়।”