নীলফামারীতে ছাত্রদলের মিছিল থেকে ৩ নেতা আটক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নীলফামারীতে ছাত্রদলের মিছিল থেকে তিন নেতাকে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 02:59 PM
Updated : 26 April 2018, 02:59 PM

বৃহস্পতিবার বিকালে শহরের পৌর মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয় বলে নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) এরশাদুল আলম জানান।

আটকরা হলেন, নীলফামারী জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আদনান হোসেন শিপন, জেলা ছাত্রদলের সদস্য রাকিব হোসেন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদ মারুফ পারভেজ প্রিন্সের নেতৃত্বে শহরের মড়াল সংঘ মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক ধরে জেলা বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার সময় পৌর মার্কেটের সামনে পুলিশ বাধা দেয়।

ছাত্রদলের নেতাকর্মীরা বাধা অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় এবং তিন জনকে আটক করে বলে জানান তারা।

মারুফ পারভেজ প্রিন্স বলেন, “দলের চেয়ারপারসনের মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ চড়াও হয়।”

পরিদর্শক এরশাদুল বলেন, ছাত্রদলের মিছিল থেকে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তিনজনকে আটক করা ও মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।