সবজিক্ষেতের জালে আটকা পড়ল বনরুই

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক কৃষকের সবজিক্ষেতের জালে একটা বনরুই আটকা পড়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 11:50 AM
Updated : 26 April 2018, 11:50 AM

শ্রীমঙ্গলের বেসরকারি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বৃহস্পতিবার সকালে ইউসুফ গ্রামের শিমুল দেবের সবজিক্ষেতের জালে বনরুইটি আটকা পড়ে।

দুপুরে প্রাণীটি উদ্ধার করে ফাউন্ডেশনে নিয়ে আসা হয় জানিয়ে তিনি বলেন, এর পেছনের পা দুটিতে কিছুটা জখম হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

বনরুই এক ধরনের স্তন্যপায়ী সরীসৃপ। এরা ছোট ছোট পোকামাকড় খায়। এরা পায়ের ধারালো নখ দিয়ে মাটি খুঁড়ে খাবার সংগ্রহ করে।

সিতেশ রঞ্জন বলেন, এরা এরা এখন প্রায় বিলুপ্ত। বাংলাদেশে কোনো কোনো এলাকায় দু-একটা এখনও টিকে আছে।