গোপালগঞ্জে ‘পিঁড়ির আঘাতে’ বড় ভাই নিহত

গোপালগঞ্জে ধান মাড়াই নিয়ে কথাকাটাকাটির সময় পিঁড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 10:34 AM
Updated : 26 April 2018, 10:34 AM

এ ঘটনায় পুলিশ ছোট ভাইকে আটক করেছে।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই গোবিন্দ বাইন (৬০) মারা যান।

আনন্দ কোটালীপাড়া উপজেলার পশ্চিম হাজরাবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।

ওসি কামরুল বলেন, বুধবার সন্ধ্যায় গোবিন্দ বাইন ও আনন্দ বাইন (৫৫) বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন। ধান মাড়াই নিয়ে দুই ভাইয়ের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনন্দ কাঠের পিঁড়ি দিয়ে গোবিন্দর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

আনন্দ বাইনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি কামরুল বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।