গাজীপুরে শিশু হত্যায় একজনের মৃত্যুদণ্ড

গাজীপুরে ছয় বছর আগে শিশুকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 08:40 AM
Updated : 26 April 2018, 08:40 AM

বৃহস্পতিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ফারুক মোল্লা রাজশাহীর বাঘা থানার কালিদাসখালী এলাকার ওয়াসিন মোল্লা ফকিরের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে দশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, নগরীরর মোঘরখাল এলাকার শাহজাহান ওরফে সাজু নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন ফারুক।পরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে ফারুককে বাড়ি থেকে বের করে দেন শাহজাহান।

এরপর থেকে বিভিন্ন সময় শাহজাহানের মোবাইলে ফোন করে হুমকি দিতেন ফারুক। এর জেরে ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে শাহজাহানের বাড়িতে ঢুকে তার মেয়ে সাদিয়া আক্তারের পিঠে ছুরি মেরে পালিয়ে পালিয়ে যান তিনি।

পরে বাড়ির লোকজন সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা দুলালী বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ফারুকের নামে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।