পাঁচ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তাসহ আটক ৩

বরিশালে সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2018, 04:17 PM
Updated : 25 April 2018, 04:17 PM

বুধবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে দুদকের বরিশাল কার্যালয়ের উপ পরিচালক এবিএম আব্দুস সবুর জানান।

আটককৃতরা হলেন ঢাকা ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক কাজী জাফর হাসান, একই ব্যাংকের ক্রেডিট ইনচার্জ হাসান আলী এবং ঠিকাদার ও লঞ্চ ব্যবসায়ী মঞ্জুরুল আহসান ফেরদৌস।

আব্দুস সবুর বলেন, ছয় কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ টাকা ২৫ পয়সা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালেক হাওলাদার। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি দমন কমিশনকে।

“দীর্ঘ তদন্তে পাঁচ কোটি ২৪ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। যার মধ্যে দুই কোটি ২৪ লাখ ৫০ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ করেছেন ব্যবসায়ী ফেরদৌস।”

আটকদের বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এর আগেও একটি দুর্নীতি মামলায় আটক হয়েছিলেন ঢাকা-বরিশাল নৌ রুটের কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস।