চাকরি দেওয়ার কথা বলে এমপির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ করেছেন এক ব্যক্তি।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2018, 03:10 PM
Updated : 25 April 2018, 05:16 PM

বুধবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংসদ সদস্যের বিরুদ্ধে এ অভিযোগ করেন কাহারোল উপজেলার তারগাঁ ইউনিয়নের পাহাড়পুর গ্রামের শক্তি সিং রায়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তিন বছর আগে বনরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে তার ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে ডোনেশনের নামে তিন লাখ টাকা নেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল।

“কিন্তু ছেলেকে চাকরি না দিয়ে বেশি টাকা নিয়ে অন্য একজনকে চাকরি দেন তিনি।”

শক্তি সিং অভিযোগ করেন, সংসদ সদস্য এখন তার টাকা ফেরত দিচ্ছেন না। টাকা ফেরত চাইলেই তাকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।

তবে শক্তি সিংয়ের অভিযোগ ঠিক নয় দাবি করে মনোরঞ্জনশীল গোপাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাকা ছাড়াই তার ছেলেকে চাকরি দেওয়া হয়েছে।”

মিথ্যা ও বানোয়াট অভিযোগের কারণে শক্তি সিংয়ের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।

তবে ছেলের চাকরি হওয়া সম্পর্কে এমপির বক্তব্যের প্রতিবাদ করেছেন শক্তি সিং।

তিনি বলেন, “অন্যের মাধ্যমে আমার ছেলের চাকরি হয়েছে। এক্ষেত্রে এমপির কোনো অবদান নেই।”