৩৭ কেজি সোনা ফেলে পালাল তিন পাচারকারী

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তিন পাচারকারী ৩৭ কেজি সোনা ফেলে পালিয়ে গেছে বলে বিজিবি জানিয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2018, 02:23 PM
Updated : 25 April 2018, 02:36 PM

বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান বলেন, উপজেলার সুলতানপুর গ্রাম থেকে বুধবার পাচারকারীদের ফেলে যাওয়া সোনা তারা উদ্ধার করেছেন।

গোপন খবর পেয়ে ওই গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে বিজিবির একটি দল ওত পেতেছিল জানিয়ে তিনি বলেন, “পরে তিনজনকে বাংলাদেশ থেকে ভারতের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করা হয়। তারা চ্যালেঞ্জ মোকাবিলা না করে তিনজন তিনটি বিশেষ বেল্ট কোমর থেকে খুলে ফেলে নদী সাঁতরে পার হয়ে যায়।

“বেল্ট খুলে ৩২০টা সোনার বার পাওয়া গেছে, যার ওজন ৩৭ কেজি। এগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে অনুমান।”

বারগুলোয় অস্পষ্ট সিল থাকলেও পড়া যায়নি বলে তিনি জানান।