ঠাকুরগাঁওয়ে কালভার্ট ধসে শ্রমিক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কালভার্ট ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2018, 12:14 PM
Updated : 24 April 2018, 12:14 PM

বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম জানান, মঙ্গলবার উপজেলার দুওসুও ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম (৩৫) ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকার প্রয়াত সইফুদ্দীনের ছেলে ।

আহতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও সরকারপাড়া গ্রামের আব্দুল আলী (৪৩) ও তার স্ত্রী রশিদা খাতুন (৩৮)। রশিদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সনগাঁও সরকারপাড়া গ্রামে নতুন একটি বক্স কালভার্ট নির্মাণের জন্য পুরনো কালভার্টটির ইট উত্তোলন করা হচ্ছিল। কালভার্টের নিচ থেকে ইট উত্তোলন করার আমিনুল, আব্দুল আলী ও রশিদার উপর মাটি ও ইট ধসে পড়ে।

“এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আমিনুল ও রশিদার অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে আমিনুল মারা যান। ”